আমি কষ্ট পেলেও কাউকে দোষ দিই না, কারণ আমি জানি— ভালোবেসে ফেলার দোষটা আমারই ছিল যে মানুষটাকে নিজের ভাবতাম, সে তো কখনোই আমাকে ততটা ভাবেনি আমি বুঝিনি, ভুল বুঝেছিলাম তাই এখন আর কারো কাছে কিছু বলি না, কাউকে কিছু আশা করি না নিজের মধ্যে গুটিয়ে নিয়েছি, কারণ আজকাল প্রত্যাশাই কষ্টের আসল কারণ হয়ে দাঁড়ায়।