সবাই ভাবে সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসা দিয়ে কিন্তু তারা জানে না— বিশ্বাস, সময় আর গুরুত্বও দরকার ছিল আমি সব কিছু দিয়েছিলাম, শুধু একটুখানি গুরুত্ব চেয়েছিলাম আর সেখানেই আমি হেরে গিয়েছি কেউ কখনো বোঝেনি আমি চুপচাপ কেন হয়ে যাই, কেন দূরে সরে যাই কারণ আমি ক্লান্ত— বোঝাতে, মানাতে, নিজেকে প্রমাণ করতে এখন শুধু নীরবতাই আমার একমাত্র সঙ্গী।