কবিতার নাম: "বলেই দিও"
লেখক: মো:অনিক হাসান
যদি ভালোবাসো, তাহলে বলেই দিও,
চোখে চোখ রেখে, একটু হেসে নাও দিও।
ভেবে নিও না—সময় থাকবেই সব বলার,
সময়ের রাগ বড়ো, দেয় না দ্বিতীয় সুযোগের দরকার।
যার জন্য কাঁদো রাতে—সে জানে কি তা?
যার নামেই বাঁচো, সে বোঝে কি ভালবাসা?
একদিন হঠাৎ হারিয়ে গেলে, খুঁজে পাবে না,
ফেসবুক, ইনস্টা ঘেঁটেও আর চিনতে পারবে না।
ভালোবাসা বোকার মতো লুকিয়ে রাখো না,
এই শহরে চুপচাপ ভালোবাসা টিকে না।
বলেই দিও—"ভালোবাসি"—শুধু এইটুকুই,
হয়তো এইটুকুই ছিল ভাগ্যে লেখা সুখের গল্পচুই।
"যদি ভালোবাসো, তাহলে বলেই দিও...
সময় সবসময় অপেক্ষা করে না।
একদিন হয়তো হারিয়ে যাবে সে,
তখন শুধু থাকবে—'বলার ইচ্ছে ছিল'—এই আফসোসটা…"
(আমি সেই মো অনিক হাসান
নিচে আমার ছবি দেওয়ার আছে)
お気に入り
コメント
シェア