ভণ্ডামির মুখোশ ছিঁড়ে ফেলা এক সাধকের গল্প: মালেক ইবনু দীনার (রহ.)
মানব-জীবনের সবচেয়ে কঠিন ও সূক্ষ্ম বিষয়গুলোর একটি হলো—নিজেকে জানা, নিজের অন্তরের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চেনা। আর সেই চেনার পথে সবচেয়ে বড় বাধা—রিয়া, লোক দেখানো ইবাদত। হ্যাঁ, শয়তান আমাদেরকে কিভাবে যেন আমাদের নেক আমলের মাঝেও অহংকারের বিষ ঢেলে দেয়। মনে করিয়ে দেয়, “তুমি তো খুব ভালো মানুষ!” অথচ সেই ভালো মানুষ হবার দাবীটাই তো অনেক সময় হয়ে দাঁড়ায় সর্বনাশের মূল।
ঠিক সেই জায়গা থেকেই একদিন নিজের জীবন খুঁটিয়ে দেখেছিলেন জগৎবিখ্যাত বুযুর্গ মালেক ইবনু দীনার (রহ.)। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে আমি মনে করতাম, আমার অন্তরে ইখলাস আছে, আমার আমল খাঁটি। কিন্তু মনের গভীরে কোথাও এক সন্দেহ ছিল। তাই বারবার নিজের মনকে তিরস্কার করতাম— ‘হে মালেক! তুই মিথ্যা বলছিস।’”
তারপর হঠাৎ একদিন বসরার রাস্তায় হাঁটার সময় কানে এল এক মহিলার কটুক্তি—
“যদি লোক দেখানো রিয়াকার কাউকে দেখতে চাও, তবে ওই যে মালেক ইবনু দীনারকে দেখো!”
অনেকেই এই কথা শুনে ভেঙে পড়ত, ক্ষোভে বা দুঃখে জর্জরিত হয়ে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু না, এই সাধক এক ভিন্ন মাটির তৈরি ছিলেন।
তিনি বলেন, “আমি খুশি হলাম। নিজের মনকে বললাম, ‘দেখো মালেক! আল্লাহর এক বান্দী তোকে কী নামে ডাকছে!’”
এই একটি বাক্যেই যেন সুনাম ও খ্যাতির মোহকে চুরমার করে দিলেন তিনি।
এই একটি বাক্যেই অহংকারের শেকড় উপড়ে ফেললেন নিজের অন্তর থেকে।
এই একটি বাক্যেই বান্দার পরিচয় পেলাম— কে সত্যিই আল্লাহর পথে চলার দাবি করতে পারে!
এরপর তিনি বলতেন—
“যে কেউ যদি রিয়াকার একজন মানুষকে দেখতে চায়, তবে যেন আমার দিকে তাকায়।”
এবং আরও গভীর কথা
—
“আল্লাহর কসম! যদি গুনাহগারের গুনাহের গন্ধ বের হতো, তাহলে আমার দুর্গন্ধের কারণে কেউই আমার পাশে বসতে পারতো না।
”
এই হলো এক সত্যিকারের আল্লাহওয়ালার ভাষা। যেখানে নিজের আমল, নিজের নেকি, নিজের বাহ্যিক দীনি চেহারা কোনো গর্বের কারণ নয়—বরং এক দুশ্চিন্তা, এক ভয়, এক কাঁপুনি।
আজকের সমাজে যখন সামান্য কিছু ইবাদতের পর মানুষ নিজেকে "অলি" বা "আল্লাহর ঘনিষ্ঠ" মনে করতে শুরু করে— তখন মালেক ইবনু দীনার (রহ.)-এর এই বিনয়, এই ভেঙে পড়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আসল ভণ্ড কে আর আসল বান্দা কে।
হে আল্লাহ!
তুমি আমাদের অন্তরকে ইখলাস দান করো,
আমাদের আমলগুলোকে রিয়ার বিষ থেকে হেফাজত করো,
আর আমাদের অহংকারের পাহাড়গুলোকে বিনয়ের মাটিতে মিশিয়ে দাও—
যেমন করে তুমি মিশিয়ে দিয়েছিলে তোমার প্রিয় বান্দা, মালেক ইবনু দীনার (রহ.)-এর অন্তরকে।
আল্লাহুম্মা آمين।🌼🌼
Affiya Jannat
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?