গল্প : শেষ ট্রেনের যাত্রী
দ্বিতীয় পাঠ
এর কয়েকদিন পরের ঘটনা। সেদিন ঝমঝম করে বৃষ্টি নামছিল। শেষ ট্রেনটাও বৃষ্টির জন্য লেট ছিল। রাত প্রায় দশটা নাগাদ ট্রেনটা এসে থামল। অনির্বাণ দেখল, ট্রেন থেকে মাত্র একজন যাত্রী নামল। সাদা শাড়ি পরা এক মহিলা, মাথা ঘোমটায় ঢাকা। মহিলাটি ধীর পায়ে ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল। অনির্বাণ ভাবল, হয়তো বৃষ্টির জন্য আটকে গেছে, বৃষ্টি কমলে চলে যাবে। সে নিজের কাজে মন দিল। ঘণ্টাখানেক পর বৃষ্টি থামল। কিন্তু মহিলাটি তখনও ওয়েটিং রুম থেকে বেরোয়নি। অনির্বাণ একটু অবাক হলো। সে ওয়েটিং রুমে গিয়ে দেখল, কেউ নেই। ঘরটা একদম ফাঁকা। সে ভাবল, হয়তো সে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি। কিন্তু তার মনে একটা খটকা লাগল। সে সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নিল। ফুটেজে সে দেখল, ট্রেন থেকে সত্যিই এক মহিলা নামছে, ওয়েটিং রুমে ঢুকছে। কিন্তু তারপর থেকে আর বেরোনোর কোনো দৃশ্য নেই। ফুটেজটা বারবার চালিয়েও সে মহিলার বেরিয়ে যাওয়ার কোনো চিহ্ন পেল না। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
যে যাত্রী ওয়েটিং রুম থেকে অদৃশ্য হয়ে যায়, সে আসলে বাতাসে মিলিয়ে যায়নি, বরং মিশে গিয়েছিল স্টেশনের বাতাসে এক ভয়ঙ্কর রহস্য হয়ে।
#রহস্যময় গল্প 😱😱😱
Mir Abs Shawon
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
Ridoy mia
দারুণ পোস্ট! সবসময় আপনার চিন্তা-ভাবনা আর উপস্থাপন ভীষণ ভালো লাগে। এমন পজিটিভ ভাবে পেয়ে সত্যিই ভালো লাগছে। আরও শেয়ার করেন, আমরা অপেক্ষায় থাকব! অনলাইন ইনকাম নিয়ে আপনার লেখাগুলো অনেককে অনুপ্রাণিত করছে। বাস্তবে এখন অনেকেই ঘরে বসে কাজ করে নতুন পথ তৈরি করছে। আপনার মত করে যদি সবাই ইতিবাচক অভিজ্ঞতা ও আইডিয়া শেয়ার করে, তাহলে অনেক তরুণ-তরুণী দিশা খুঁজে পাবে। শুধু আয়ের চিন্তা নয়, বরং সঠিকভাবে কাজ শেখা ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার গুরুত্ব বোঝানোও খুব দরকার। আপনার প্রতিটি পোস্টে সেই শিক্ষা পাওয়া যায়, যা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক শুভকামনা রইল সামনের দিনগুলোতে ভালো কিছু করুন ।।ধন্যবাদ। 💥❤️❤️❤️💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?