তোমার চোখে যেই স্বপ্ন জলে,
আমার হৃদয় তাতে খেলে চলে।
তোমার হাসিতে দিনের আলো,
ভালোবাসা যেন নিঃশব্দ গালো।
হৃদয়ের গভীর এক নদী বয়ে যায়,
তোমার স্পর্শে তার ঢেউ সজীব হয়।
শব্দহীন এই ভালোবাসার গান,
শুধু তোমাকেই করে জান–প্রাণ।
তুমি আকাশ, আমি সেই পাখি,
ভালোবাসার ডানায় উড়ি একাকি।
চিরকাল থাকো তুমি আমার পাশে,
ভালোবাসা থাকুক চিরকাল আশে।
