T
তোমার চোখে যেনো জোছনার রাত,
হৃদয়ে বাজে ভালোবাসার সুর।
তোমার হাসি ছুঁয়ে যায় প্রভাত,
ভালোবাসি তোমায় অপার গুরুর।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
ভালোবাসা নামে নীরব বৃষ্টিতে।
তুমি সাথি, তুমি মনের জান,
থাকো পাশে চিরকাল, সেই ইচ্ছে-মিতে।
প্রেম যেন এক শান্ত নদীর ধারা,
তোমার ভালোবাসায় জীবন হারা।
