নীরব রাতে ঝরে আঁখি,
হৃদয় জুড়ে ব্যথার রাখি।
ভালোবাসা ছিলো মিথ্যে,
স্মৃতিরা আজ করে দুঃখে।
চুপিচুপি হারায় স্বপ্ন,
নিভে যায় সব জোছনা-অগ্নি।
ভাঙা মনের একাকিত্বে,
বেদনা জাগে প্রতিনিয়তে।
পথ চেয়ে থাকি জানালাতে,
ফিরে আসো বুঝি অজানাতে।
তবু তুমি ফিরে আসো না,
থাকে শুধু স্মৃতির কোণা।
এই জীবনে সুখ কি মেলে?
দুঃখ শুধু আঁকে খেলে।
ভালোবাসা হারিয়ে গেছে,
আঁধার মেঘে হৃদয় ভেজে।
