সবাই ভাবে, আমি অনেক মজার, হাসিখুশি আর আনন্দে থাকা মানুষ। কেউ বোঝে না, ভেতরে কতটা ভাঙা আমি। প্রতিদিনের হাসির পেছনে লুকানো থাকে শত কষ্ট, শত অভিমান। আমি কাউকে কাঁদাতে চাই না বলেই নিজেই চুপচাপ কাঁদি। কেউ পাশে নেই, তাই নিজের সঙ্গেই নিজে লড়ি। কষ্টে অভ্যস্ত হয়ে গেলে মানুষ নীরবতাকেই আপন মনে করে।