একটা সময় ছিল, যখন অল্প কিছুতে খুশি হতাম। আজকাল অনেক কিছু পেয়েও তৃপ্তি পাই না। হয়তো বড় হয়ে গেছি… না, আসলে ভেতরটা ক্লান্ত হয়ে গেছে। কারো ওপর ভরসা রাখতে ভয় লাগে। ভালোবাসা শব্দটা বিশ্বাস করতে কষ্ট হয়। মানুষ বদলায়, সময় বদলায়, আর সবচেয়ে বেশি বদলায় অনুভূতি। এখন শুধু নিরব কষ্ট, চোখে না থাকা অশ্রু, আর ফুরিয়ে যাওয়া আশা।
❞