২৬.
إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْيِۦٓ أَن يَضْرِبَ مَثَلًۭا مَّا بَعُوضَةًۭ فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًۭا ۘ يُضِلُّ بِهِۦ كَثِيرًۭا وَيَهْدِى بِهِۦ كَثِيرًۭا ۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَـٰسِقِينَ
নিশ্চয়ই আল্লাহ মশা বা তদূর্ধ্ব কোনো কিছুর মাধ্যমে দৃষ্টান্ত দিতে লজ্জা পান না। যারা ঈমান এনেছে, তারা জানে যে এটা তাদের প্রভুর পক্ষ থেকে সত্য। আর যারা কাফের, তারা বলে, “আল্লাহ এই উপমা দিয়ে কী বোঝাতে চেয়েছেন?”—আল্লাহ এতে অনেককে বিভ্রান্ত করেন এবং অনেককে সৎপথে পরিচালিত করেন। কিন্তু তিনি এতে শুধু ফাসিক (অপরাধী) লোকদেরই বিভ্রান্ত করেন।
-- সুরা আল-বাকারা (আয়াত ২৬ )