সমাজে চলতে গেলে আমাদের সকলেরই একে অপরের উপকারের প্রয়োজন হয়। উপকার শুধু বিপদকালীন সময়তেই প্রয়োজন হয় তা নয়, সুখ-দুঃখের প্রতিটা মুহূর্তেই উপকারের প্রয়োজন হতে পারে। উপকারের ধরণ যাই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই উচিৎ অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তবে উপকারের স্বার্থকতা সেখানেই যেখানে কোন প্রতিদানের আশা থাকবে না। আজকের পেজে থাকা উপকার নিয়ে উক্তি গুলি, উপকারের মাহাত্ব্য বুঝতে সাহায্য করবে।
উপকারীর উপকার কখনই ভোলা উচিৎ নয়, বরং উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই প্রকৃত মনুষ্যত্বের পরিচয়।