6 u ·Prevedi

সমাজে চলতে গেলে আমাদের সকলেরই একে অপরের উপকারের প্রয়োজন হয়। উপকার শুধু বিপদকালীন সময়তেই প্রয়োজন হয় তা নয়, সুখ-দুঃখের প্রতিটা মুহূর্তেই উপকারের প্রয়োজন হতে পারে। উপকারের ধরণ যাই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই উচিৎ অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তবে উপকারের স্বার্থকতা সেখানেই যেখানে কোন প্রতিদানের আশা থাকবে না। আজকের পেজে থাকা উপকার নিয়ে উক্তি গুলি, উপকারের মাহাত্ব্য বুঝতে সাহায্য করবে।

উপকারীর উপকার কখনই ভোলা উচিৎ নয়, বরং উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই প্রকৃত মনুষ্যত্বের পরিচয়।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।