৩৫.
وَقُلْنَا يَـٰٓـٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًۭا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
আর আমি বলেছিলাম, “হে আদম! তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেয়ো না, নয়তো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৩৫ )