৪৬.
ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَٰجِعُونَ
যারা বিশ্বাস করে যে, তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাঁর কাছেই ফিরে যাবে।
৪৭.
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
হে বনি ইসরাঈল! স্মরণ করো আমার অনুগ্রহ, যা আমি তোমাদের উপর করেছি, এবং তোমাদেরকে সমগ্র জগতবাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
-- সুরা আল-বাকারা (আয়াত ৪৬-৪৭ )