1 y ·перевести

যে হারিয়ে যেতে চায় তাকে চোখের সামনে রাখার সাধনা করো না। ভালোবাসলে ছাড় দিতে হয়; কখনো ভালোবাসার মানুষকে, কখনো নিজের ইচ্ছা কে।

ধরে রাখা যায় শুধু স্মৃতি। মানুষ তার গতিসীমা কখনোই উপেক্ষা করতে পারেনা। তাই যে ছেড়ে যাবে ঠিক করেছে তার পথের সামনে বাঁধা হয়ে দাঁড়িও না।

মানুষকে ধরে রাখা যায়না, যদি সে থাকতে না চায়।