৬২.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنۡدَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
“নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদী, খ্রিস্টান ও সাবিয়ান তাদের মধ্য যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে—তাদের জন্য কোনো ভয় নেই, তাঁরা দুঃখিতও হবেন না।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৬২ )