৬৬.
فَجَعَلۡنَـٰهَا نَكَالًۭا لِّمَا بَيْنَ يَدَىٰهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةًۭ لِّلۡمُتَّقِينَ
“ফলে আমরা এটি তাদের ও তাদের পরবর্তীদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা বানালাম, এবং মুত্তাকীদের জন্য উদ্দীপক।”
৬৭.
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُوا۟ بَقَرَةًۭۖ قَالُوا۟ أَتَتَّخِذُنَا هُزُوًۭاۚ قَالَ أَعُوذُۢ بِٱللَّهِ أَن أَكُونَ مِنَ ٱلۡجَـٰهِلِينَ
“আর যখন মূসা তাঁর সম্প্রদায়কে বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু কোরবানি করতে আদেশ দিচ্ছে।’ তারা বলল, ‘আপনি কি আমাদের সঙ্গে অকর্জ্যতা করছো?’ তিনি বললেন, ‘আমি আল্লাহর আশ্রয়ে যাই যেন আমি জ্ঞানে অনুপযুক্তদের মধ্যে না পড়ি।’”
-- সুরা আল-বাকারা (আয়াত ৬৬-৬৭ )