21 안에 ·번역하다

কতবার'ই তো পালাতে চাই সব কিছু ছেড়ে,
চক্রাকারে ওই একই দিন, একই সন্ধ্যা, একই রাত একই চিন্তা —এবার ঠিক পালিয়ে যাবো, ভাবতে ভাবতে আর পালানো হয় না কোথাও।

কি অবলীলায় কাটিয়ে দিচ্ছি এই বেপাত্তার দিনগুলো।নিখাঁদ ঠাট্টা হচ্ছে জীবনের সাথে।💔