আকাশ বিষয়টা বরাবরই আমার কাছে খুব রহস্যের আর আশ্চর্যের।
আমি রাতে আকাশ দেখলে মাথা উঁচু করতেই যেনো আকাশের বিশালতায় কোথাও হারিয়ে যাই হাজারো তারার মাঝে,,
বিশাল আকাশে নিজেকে সঁপে দিতে ইচ্ছে হয়।
মনে হয় আমি নিরন্তর কোন গহীনে ঢুকে যাচ্ছি।
যেখান থেকে বেরোবার কোন পথ নেই।
যেন আমায় আকাশ ক্রমাগত নিজের মধ্যে ধারন করে নিচ্ছে।একটা গোলক ধাধায় জীবন আটকে গেছে।
কিন্তু জীবন সে কি সুন্দর।
Curtir
Comentario
Compartilhar
Iftekhar Rahat
Deletar comentário
Deletar comentário ?