১১১.
وَقَالُوا۟ لَنْ يَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًۭا مَّعْدُودَةًۭ ۚ قُلْۖ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّهِ عَهْدًۭا فَلَنْ يُخْلِفَ ٱللَّهُ عَهْدَهُۥٓۚ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
তারা বলে, “আগুন আমাদের শুধুমাত্র কিছু সময়ের জন্যই স্পর্শ করবে।” বলো, “তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ—যা আল্লাহ নিশ্চয়ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহ সম্পর্কে অজ্ঞতা-ভিত্তিক বক্তব্য দিচ্ছ?”
-- সুরা আল-বাকারা (আয়াত ১১১ )