তক্ষক (Tokay Gecko) এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করা গিরগিটি | এর বৈজ্ঞানিক নাম: Gekko gecko |এরা রাতে বেশি সক্রিয় থাকে। এই বৃহৎ গিরগিটি “টক-কে” শব্দে ডাকতে পারে বলে এর নামকরণ তক্ষক | এর উজ্জ্বল নীলাভ-ধূসর চামড়ায় লালচে বিন্দু থাকে | প্রাকৃতিক কীটনাশক হিসেবে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশ রক্ষা করে। কিছু চোরাকারবারি এর শুকনো দেহ ও চামড়া ভেষজ ওষুধে ব্যবহারের গুজব ছড়িয়ে কালোবাজারে একেকটা তক্ষক প্রায় ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বিক্রি করে, যা আইনত দণ্ডনীয় | আমরা অনেকে "নিয়তি" গল্পে তক্ষকের নাম শুনে এর লোভে পড়ে এটি খুঁজতে চায়ছিলাম |
#alllifeplanet
#geckofacts #wildlife