ইবনু মাসউদ (রা) বলেন, রাসূল (সাঃ) বলেছেন,
"নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে।"
- [তিরমিযী, মিশকাত হা/ ৩১০৯]
২৭/১০০. আবু হুরায়রা (রা) বলেন, রসূল (সা) বলেছেনঃ
"লজ্জা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম।"
- [আহমাদ, তিরমিযী, মিশকাত হা/ ৪৮৫৫]
২৮/১০০. উমার (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেনঃ
"অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে, তৃতীয় জন হবে শয়তান।"
- [তিরমিযী, মিশকাত হা/ ২৯৮৪]
২৯/১০০. ইবনু উমর (রা) বলেন, রাসূল (সা) বলেছেনঃ
"তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না- (১) পিতা-মাতার অবাধ্য সন্তান (২) বাড়ীতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী (দাঈয়ুস) (৩) পুরুষের বেশ ধারণকারী নারী।"
- [নাসাঈ হা/২৫৬২; তারগীব হা/২৯৬৫]
৩০/১০০. আব্দুল্লাহ ইবনে আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেনঃ
"পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট।"
- [তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]
৩১/১০০. আবু উমামাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তিন শ্রেণীর মানুষের ফরয-নফল ইবাদাত আল্লাহ কবুল করেন না।
১. পিতা-মাতার অবাধ্য ব্যক্তি,
২. খোটাদানকারী,
৩. ভাগ্য অস্বীকারকারী ।
- [তারগীব হা/ ৩৫৭৩]