1 와이 ·번역하다

নারী বেঝায় অবহেলিত,,,,

"এখন তুমি ছোট। বড় হলে ঘুরতে যেয়ো।"
বড় হবার পর "এখন তোমার পড়া আছে। পড়াশুনা শেষ করে ঘুরতে যেয়ো"।

পড়াশুনা শেষ করার পর "এখন তোমার বিয়ের বয়স। বিয়ে করে জামাই নিয়ে ঘুরতে যেয়ো"।
বিয়ের পর " এখন তোমার বাচ্চা কাচ্চা নেবার সময়। বাচ্চা হয়ে নিক। এরপর ঘুরতে যেয়ো"।

বাচ্চা হবার পর "বাচ্চা তো এখনো ছোট। একটু বড় হোক এরপর ঘুরতে যেয়ো"।

বাচ্চা বড় হবার পর শুরু হয় আবারো আরেক জীবনচক্র। এরপর বুড়ো বয়সে সবাই ঘুরতে নেবার জন্য টানে। কিন্তু শরীরে আর শক্তি থাকে কই!
এভাবেই নারীর ঘুরাঘুরি জীবনের গল্প শেষ হয়! 🥹😪