SSMB29 সিনেমায় ফাইট সিকোয়েন্স বডি ডাবল নয় বরং মহেশ বাবু খুদ করবেন। ⚡🔥
অবাকক হওয়ার কিছু নাই মহেশ আগে পুরো সিনেমার একশন সিকোয়েন্স নিজেই করতেন এখন কিছুটা কমিয়েছে। এখন সিনেমায় ৮০% একশন সিকোয়েন্স নিজেই করেন মহেশ।
◾ শুনা যাচ্ছে এই সিনেমায় মহেশ বাবুর কোনো বডি ডাবল ব্যাবহার করা হবে না। নিজের একশন সিন নিজেই শ্যুট করবেন মহেশ বাবু। এই সিনেমায় থাকবে হাই-অকটেন ওয়ার্ল্ডক্লাস একশন সিকোয়েন্স।
◾এই সিনেমায় মহেশ বাবুকে সলো ড্যান্স নাম্বারে দেখা যাবে। এই গানের জন্য লার্জার দ্যান সেট নির্মাণ করবেন রাজামৌলি।
◾ প্রিয়াঙ্কা চোপড়া একটি গানের কিছু অংশ শ্যুটিং করে ফেলেছেন।
◾ রাজামৌলির সাথে মাগাধিরা, বাহুবালী, RRR সিনেমার সিনেমাটোগ্রাফার স্যান্থিক কুমার SSMB29 সিনেমায় কাজ করবেন না। রাজামৌলি চাচ্ছেন এই সিনেমা নতুন কাউকে নিয়ে কাজ করবেন। পুরো সিদ্ধান্ত এখানে রাজামৌলির ছিল!
#ss49 #maheshbabu #ssmb29 #rajamouli #priyankachopra
Md Joynal abedin
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?