হযরত উমর (রাঃ) ও ভিক্ষুক মা'র ঘটনা
এক মা তার সন্তানদের ঘুম পাড়ানোর জন্য হাঁড়িতে শুধু পানি দিয়ে পাথর ফুটাচ্ছিল, যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে। হযরত উমর (রাঃ) রাত্রে মদিনার রাস্তায় টহল দিতে গিয়ে তা দেখেন। তিনি নিজেই খাদ্যের বস্তা নিয়ে গিয়ে সেই পরিবারের কাছে পৌঁছান এবং নিজ হাতে রান্না করে খাওয়ান।
➡️ শিক্ষা: এক শাসকের কর্তব্য হলো নিজের প্রজাদের কষ্টে সাড়া দেওয়া। ক্ষমতার সাথে দায়িত্বও আসে।
Мне нравится
Комментарий
Перепост