আমাদের মাঝে বেঁচে থাকার আলো,
আমাদের মাঝে ঝরে পড়া কালো।
আমাদের মাঝে উতপ্ত নীলিমার
আঁধারের ভেতর জ্বলে ওঠা তারার
ঝরে পড়ার কুৎসিত দৃশ্যগুলো
নাটকের মঞ্চে উঠেছিল।
এই দেশ এই মাটির মাঝে
দেখো দেখো দানব খুঁজিছে
নরকের অতল গহবরে
নিয়ে যাবে বলে।
আর না আর না!!!
পোড়ামাটির গন্ধের বেদনা
দৃঢ়তর আমাদের মনেতে কেঁদোনা,
নেই নেই নেই, এখানে সুখের প্রদীপ নেই,
তারে আমি অন্ধকারের গন্ধ ধুপ দেই।
(কবেকার লেখা জানি না)