আমাদের মাঝে বেঁচে থাকার আলো,
আমাদের মাঝে ঝরে পড়া কালো।
আমাদের মাঝে উতপ্ত নীলিমার
আঁধারের ভেতর জ্বলে ওঠা তারার
ঝরে পড়ার কুৎসিত দৃশ্যগুলো
নাটকের মঞ্চে উঠেছিল।
এই দেশ এই মাটির মাঝে
দেখো দেখো দানব খুঁজিছে
নরকের অতল গহবরে
নিয়ে যাবে বলে।

আর না আর না!!!
পোড়ামাটির গন্ধের বেদনা
দৃঢ়তর আমাদের মনেতে কেঁদোনা,
নেই নেই নেই, এখানে সুখের প্রদীপ নেই,
তারে আমি অন্ধকারের গন্ধ ধুপ দেই।

(কবেকার লেখা জানি না)

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।

লজ্জাপতি গাছ, যার বৈজ্ঞানিক নাম Mimosa pudica, আমাদের দেশে লজ্জাবতী বা লাজুক লতা নামেও পরিচিত। এই গাছটি মূলত একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর পাতা স্পর্শ করলে সঙ্কুচিত হয়ে যায়। এটি দেখে অনেকেই কৌতূহলী হন, কিন্তু এই গাছের মধ্যে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় লজ্জাপতির ব্যবহার বহু পুরনো।

image
10 oras ·Isalin

প্যরা নাই চিল 😎আকাশের রং নীল😁বিয়ের পর আমি মার্কেট করবো😊😊আমার বউ দিবো বিল 😁😁না দিলে ধইরা দিমু কিল😁😁