আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
কিন্তু আপনিই জানেন আপনার রাতে ঘুম হয়না,
সকাল বেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে! আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না!
আপনি ই জানেন আপনার মাঝেমধ্যে দম বন্ধ হয়ে আসে! আপনি ই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কা'টে দূর থেকে কেউ বুঝবেনা! যার সাথে হয়, সে ই বুঝে আর কেউনা।