ফজরের আযান ভেসে এলো মসজিদ থেকে। 'আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ' পর্যন্ত এসে বিলাল রা. আর সামনে এগোতে পারলেন না। নেই, তিনি নেই। ঝরঝর করে কাঁদতে লাগলেন। 'হাইয়া আলাস সালাহ' ঢেকে কান্নার আড়ালে। সবাই নিজের পরানখানিমাটিচাপা হ এসেছে। বুক ফাঁকা। শূন্য দৃষ্টি। ফাতিমা রা. কাঁদছেন আর বলছেন : আনাস! তোমার পক্ষে কী করে সম্ভব হলো, তুমি তোমার রাসূলকে মাটিচাপা দিয়ে রেখে এলে?
বই : পরানবন্দি, পৃষ্ঠা : ৭৩
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤍
Gusto
Magkomento
Ibahagi
Iftekhar Rahat
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?