জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন। যাকে আপনার বোঝাতে হবে না আপনি কী চাচ্ছেন, আপনার কি ভালো লাগে, কী খারাপ লাগে
যাকে আপনার কিচ্ছু বলতে হবে না। আপনার বলার আগেই সে সব বুঝে যাবে সব। চোখ দেখেই বলে দিবে আপনি কষ্ট পেয়েছেন, কথার টোনে বুঝে যাবে আপনার মন খারাপ আপনার চোখের পানি সহ্য হবে না তার, একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে কারণ জানতে সে। সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে, যত্ন করবে, শাসন করবে, দরকার হলে বকাও দিবে।
এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই..হোক না কথা-দেখা কম, ভালোবাসাটা যেন এমনই থাকে!🙂❤️🩹
إعجاب
علق
شارك
JHuma771
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟