এতো দিন পাশে থাকা মানুষটাকে তুমি নিমিষেই ছুড়ে ফেলে দিসো।
প্রচন্ড অপমান করে হৃদয় থেকে তাড়িয়ে দিয়েছো।
মিথ্যা অপবাদ দিয়েছো,এই যে একটা বার ও আমার কথা ভাবলে না, মায়া করলে না।
আমার কী আদৌ এই খারাপ সময় থেকে যাবে?
আমার কী আর কোনোদিন ভালো সময় আসবে না?আমাকে কেউ ভালোবাসবে না?
বাসবে খুব যত্ন করে কেউ না কেউ ভালোবাসবে,আগলে রাখবে।
মানুষের সময় চিরদিন একই রকম থাকে না,সময় বদলায় মানুষ শিখে মানুষ বোঝে!!
তবে তুমি আমাকে ভালোবাসার বিনিময়ে আঘাত না করলেও পারতে দুঃখ না দিলেও পারতে!
কৃতজ্ঞতা দেখাতে পারতে সম্মান করতে পারতে।
অথচ তুমি অপরাধ করেও বিনা দোষে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালে।
তুমি কখনো সুখি হতে পারবে না তোমার ভালোবাসার হজম শক্তি নেই!
Suka
Komentar
Membagikan