15 w ·übersetzen

❤️ “সবাই ছবির পেছনের গল্পটা বোঝে না… কিন্তু হাসিটা দেখে ভাবে সব ঠিক আছে।”

আজকাল আমরা সবাই ছবির ভিতর আটকে গেছি—একটা হাসি, একটা ফিল্টার, আর সুন্দর একটা ক্যাপশন। অথচ সেই ছবির পেছনে লুকানো থাকে একেকটা না বলা গল্প, একেকটা না-ফেরার অনুভব। এই যে মেয়েটা সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে সেলফি দিয়েছে, হয়তো তার চোখের নিচে ঘুমহীন রাতের ছাপ; হয়তো সে কারো অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছে।

মানুষ দেখে শুধু বাইরেরটা—চোখে পড়ে সুন্দর সাজ, হাসি, আলো। কিন্তু অনুভব করে না সেই সাজের পেছনের ক্লান্তি, সেই হাসির আড়ালের কান্না। আমরা সবাই আজ মুখোশ পরে বাঁচি, যেন দুর্বলতা দেখানো মানে হেরে যাওয়া।

কেউ জানে না হয়তো ছবির আগে কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বোঝানো হয়েছে “তুই ঠিক আছিস।” কেউ জানে না হয়তো সেই হাসির পেছনে কতটা শূন্যতা।

এই সমাজে দুর্বলতা স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহস। কিন্তু তার চেয়ে সহজ কাজ হচ্ছে, হাসি দিয়ে সব ঢেকে ফেলা। তাই যখন আমরা কারো ছবি দেখি, তখন ভাবি সব ঠিক আছে… কিন্তু ছবির পেছনে যে গল্পটা লুকিয়ে থাকে, সেটা বুঝতে না পারলে, আমরা শুধু একপাশটা দেখছি।

হয়তো সময় এসেছে ছবির বাইরের মানুষটাকেও বোঝার চেষ্টা করার।