সাগরপাড়ের ছোট্ট গ্রামে জ্যোৎস্না একা থাকত। তার দিন কাটে সমুদ্রের গান আর নোনা হাওয়ার সাথে। এক বিকেলে, সে বালিতে হাঁটতে হাঁটতে একটি পুরনো কাগজের নৌকা পেল, যাতে কিছু অজানা কথা লেখা।
পরের দিন, সে দেখল একটি ছেলে সমুদ্রের ধারে ছবি আঁকছে। তার নাম বিকাশ। সে শহর থেকে এসেছে এই নিস্তব্ধতা খুঁজতে। জ্যোৎস্না তাকে সেই নৌকাটি দেখাল
Me gusta
Comentario
Compartir