15 ш ·перевести
রাস্তা বদলানোর আগে সেই রাস্তার দাবি-দাওয়া সব মিটিয়ে আসতে হয়। পুরনো হিসেব যদি খোলা থাকে, তাহলে নতুন যাত্রায় প্রতি পদে বাধা আসে। জীবন এগোয়, মানুষ বদলায় but অসম্পূর্ণ গল্পেরা বারবার টেনে ধরে। সব শেষ না করেই যদি শুরু করি নতুন কিছু, তাহলে পুরনো যন্ত্রণার ছায়া পিছু ছাড়ে না। তাই বিদায়টা পরিষ্কার হওয়া দরকার। তবেই নতুন পথটা হবে হালকা, মুক্ত, আর একটু শান্তির।❤️