এক বনে একটা বাঘ ছিল। সে বুড়ো হয়ে গিয়েছিল। তাই সে ছোটাছুটি করে গায়ের জোরে শিকার ধরে খেতে পারত না ।
সেই বনের পাশেই ছিল একটা এঁদো ডোবা। বুড়ো বাঘটা রোজ সকালে এই ডোবার কাছে গিয়ে বসে থাকত। বাঘটার কাছে একটা সোনার বালা ছিল।
দূরে কোনো পথিক দেখলে বাঘ তাকে ডেকে বলত, “ওহে পথিক, আমি এই সোনার বালাটি তোমায় দান করব। এসে নিয়ে যাও। আমার দাঁত পড়ে গিয়েছে, নখ ভোঁতা হয়ে গিয়েছে! আমায় ভয় করো না ।
তবুও কেউ বাঘের কাছে বালা নিতে আসত না । একদিন এক লোভী পথিক বাঘের কথা শুনে বালা নিতে এলো । বাঘ বলল, “আগে গোসল করে এসো।”
বাঘের কথামতো পথিক গোসল করতে গেল । গোসল করতে গিয়ে পথিক ডোবার কাদায় আটকে গেল। বুড়ো বাঘ তখন সহজেই তাকে ধরে খেয়ে ফেলল।
Suka
Komentar
Membagikan
Affiya Jannat
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?