14 i ·Oversætte

সবুজ প্রকৃতি সবাই মুগ্ধ হয় তার প্রিয় মানুষকে দেখে, কিংবা তার প্রেমিকাকে দেখে। আর আমি মুগ্ধ এই এই সবুজে ঘেরা প্রকৃতি দেখি। বার বার হারিয়ে যতে চাই এই পাগল করা সবুজ প্রকৃতির সাথে।
যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্রকোলে যেতে হবে না,কোন এক সবুজে ঘেরা প্রকৃতি কাছে গিয়ে একা একা বসে থাকো কিচ্ছুক্ষণ, দেখবে সবুজ প্রকৃতি একনিমিষে তোমার মন ভালো করে দেয়।