একদিন এক শিকারি পাখি ধরার জাল পেতেছিল। পাখিদের আকৃষ্ট করার জন্য পানির ওপর সে কিছু ধানও ছড়িয়ে রেখেছিল।
এক ঝাঁক পায়রা উড়ে উড়ে যেতে ধানগুলো দেখতে পেল। তারা ধান খেতে নেমে এলো ফাঁদের উপর। ধান খেতে এসে তারা সবই জালে আটকে পড়ল।
তখন তারা বেজায় হুটোপাটি লাগিয়ে দিল তখন পায়রাদের দলপতি হুকুম দিল, “থাম! যত হুটোপাটি করবে ততই বেশি জড়িয়ে পড়বে। ওই দেখো শিকারি আসছে।
শিকারির কথা শুনে পায়রাগুলো ভয়ে চুপ করে গেল। দলপতি আবার বলল, “এই জালটা খুব বড় নয়, বেশি ভারীও নয়। আমরা সবাই একসাথে জালটা নিয়েই উড়ব। যাব পাহাড়ের ওপারে। তারপর জাল থেকে বের হব।
এসো, এক-দুই-তিন-”
এক ঝাঁক পায়রা একসাথে ডানা মেলে জাল নিয়ে উড়ে চলল । শিকারি তাই দেখে অবাক হয়ে চেয়ে রইল।
Synes godt om
Kommentar
Del