14 w ·übersetzen

ইসলামের ছন্দ

ঈমান হলো প্রাণের আলো, আঁধার ভেদ করে,
নামাজ দিলে শান্তি আসে, দুঃখ সবই সরে।

রোজা শেখায় ধৈর্য ধরে ক্ষুধা তৃষ্ণা জয়ে,
যাকাত দিয়ে গরিব হাসে, দুনিয়া সুখময়।

হজের ময়দানে ভাই ভাই মিলন মহাসাগর,
কুরআন হলো সবার পথের আলোকিত প্রহর।

সুন্নাহ মানে নবীর রীতি, জীবনেরই দিশা,
দোয়া করলে আল্লাহ শোনেন, মেটে প্রাণের তৃষা।

সাবর দেয় সাহস অন্তরে, বিপদ হলে ভার,
শোকর আনলে অন্তরে রয় খুশির অবার।

হালাল রিজিক দেয় বরকত, মিষ্টি অনুগ্রহ,
হারাম হতে দূরে থাকাই সত্য মুমিনের পথ।

তওবা খুলে রহমতের দর, মুছে দেয় গোনাহ,
তাকওয়া হলো আল্লাহভীতি, জীবন তারেই চাহ।

দয়া দিলে পৃথিবীতে হয় মমতারই ঢেউ,
ইখলাস রাখলে কাজের মাঝে আল্লাহ তুষ্ট হই।

সালাম ছড়ায় ভ্রাতৃত্ব ভালোবাসা সবে,
সাদাকা দিয়ে আলো ঝরে মুমিনেরই রবে।

জিহাদ মানে সত্য পথে অন্তরেরই যুদ্ধ,
জান্নাত হলো শেষ পুরস্কার, সবার চাই যে চিরশুদ্ধ।