✨ তাকওয়া ও সৎকর্ম
জিবরাইল (আঃ) একবার রাসূলুল্লাহ (সাঃ)-কে বলেছিলেন:
“হে মুহাম্মদ (সাঃ), দুনিয়াতে যাকে চাই তাকে ভালোবাসো, একদিন তাকে ছেড়ে যেতে হবে। যা চাই তা করো, তার হিসাব দিতে হবে। যা চাই তাই কামনা করো, কিন্তু জেনে রাখো, মানুষের মর্যাদা তার রাতের তাহাজ্জুদে।”
🔥দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে নিশ্চিতভাবেই।
お気に入り
コメント
シェア