কেক মানেই আনন্দ, আর যদি সেই কেক হয় “জামাই” লিখা, তবে তো কথাই নেই! জামাই মানেই একটু বাড়তি মান-অভিমান, আবার সবার নজরের কেন্দ্রবিন্দুও বটে। এই কেকটা দেখে মনে হচ্ছে, একদিকে রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে, অন্যদিকে চকলেটের আস্তরণে ভরে উঠেছে মিষ্টি সব ভালোবাসা। ফুল দেখে কেউ হয়তো ভাববে, “আরে, জামাই তো এ বার ফুলে-ফেঁপে উঠবে!” 😄 আবার কেকের উপরে চকোলেটের গোল গোল ডিজাইনগুলো এমনভাবে বসানো হয়েছে, যেন প্রত্যেকটা বলে দিচ্ছে—“জামাই বাবাজি, এবার কিন্তু আপনার সম্মান পুরোপুরি মিষ্টির ভেতরে বন্দি!”

ভাবতেই হাসি পায়, একটা কেক কেটে কত গল্প জমে ওঠে। কেউ বলে, “প্রথম টুকরাটা আমাকেই দাও”, আবার কেউ চায় “সবচেয়ে বড় টুকরাটা আমার।” জামাইও তখন ভেবে বসে—“আহা, আজ তো আমি হিরো! টুকরা আমার হাতে, মিষ্টি আমার মুখে, আর সবার দৃষ্টি শুধু আমাকেই ঘিরে।” 😋

এমন কেক কেটে পরিবারের মাঝে শুধু মিষ্টি নয়, হাসির রোলও উঠে আসে। জামাই যদি একটু বাড়তি লাজুক হয়, তবে তো মজাই আলাদা। কেক খেতে খেতে কেউ মজা করে বলে—“এই কেকের মতোই জামাই মিষ্টি থাকুক সবসময়।” আর কেউ আবার খুনসুটি করে বলে—“দেখি, জামাইয়ের মতো কেকটাও কি আমাদের সাথে শ্বশুরবাড়ি যাবে?” 😂

সবশেষে বলা যায়, এই কেক কাটা শুধু একটা মিষ্টি মুহূর্ত নয়, বরং পরিবারে হাসি-আনন্দ ছড়িয়ে দেওয়ার এক দারুণ উপলক্ষ। জামাই থাকুক খুশি, আর কেক থাকুক প্লেটে—এটাই তো আসল উৎসব! 🎉

image