13 میں ·ترجمہ کریں۔

বিদায়ের ক্ষণ কাছে আসছে, আর প্রতিটি সেকেন্ড যেন হৃদয়ে কাঁটার মতো বিঁধছে। হয়তো আর কখনো মাঠে দেখা যাবে না আমাকে,,কিন্তু মাঠের প্রতিটি ঘাস, প্রতিটি বাতাস আজীবন থেকে যাবে এক নাম-আক্ষেপ,, আমি ছিলাম শুধু একজন খেলোয়াড় নয়, আমি ছিলাম আমাদের সময়ের আলো, আমাদের স্বপ্নের সবচেয়ে নির্মল রূপ।
বিদায় ফুটবল💔💔💔

image