Ashik Rahman  ibinahagi a  post
13 sa

🍁🍁🕋
আলহামদুলিল্লাহ, প্রতিদিনের শুরুটা যদি আমরা আল্লাহর নামে করি তবে সেই দিনটিই হয়ে ওঠে বরকতময় ও শান্তিময়। ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে, ঘুম থেকে জেগে উঠেই প্রথমে আল্লাহর শোকর আদায় করা। কেননা তিনি আমাদেরকে মৃত্যু সদৃশ নিদ্রা থেকে আবার জীবন দান করেছেন।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ঘুম থেকে জেগে উঠেই বলে, ‘আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর’, তার সকালটি আল্লাহর রহমত ও নূরে ভরে যায়।” (বুখারী)

এই দোয়া শুধু একটি বাক্য নয়, বরং আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। প্রতিদিন নতুনভাবে বেঁচে থাকার সুযোগ পাওয়া, আবার নতুন আমল করার সুযোগ পাওয়া—এটাই সবচেয়ে বড় নিয়ামত।

সকালবেলার এই ছোট্ট দোয়া পড়ার মাধ্যমে দিনটি শুরু করলে মন হয়ে ওঠে প্রশান্ত, হৃদয় ভরে যায় ইতিবাচকতায়। সারাদিনের কাজকর্মে সহজেই পাওয়া যায় বরকত ও শান্তি।

তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি, ঘুম থেকে উঠেই এই সুন্দর দোয়া পড়ার অভ্যাস গড়ে তোলার। ইনশাআল্লাহ, এতে আমাদের জীবন হয়ে উঠবে আরও বরকতময়, সফল এবং আল্লাহর নিকট প্রিয়।

#সকালের_দোয়া 🌸🙏