Sk Ripon Khan  dibagikan  pos
12 di

আজ সকালে ঘুম ভাঙল পরিচিত এক কণ্ঠস্বর শুনে—জানালার পাশে বসে ছিল এক শালিক পাখি। চোখে-মুখে যেন হাজারো গল্প লুকিয়ে। তার চকচকে কালো পালক, মাথার সাদা দাগ, আর টুপটাপ লাফিয়ে বেড়ানোর সেই অভ্যাসটা সত্যিই মন ছুঁয়ে যায়।

শালিক আমাদের খুবই পরিচিত এক পাখি, কিন্তু তবুও প্রতিবার তাকে দেখলে নতুন কিছু দেখার মতোই লাগে। হয়তো এর পেছনে আছে আমাদের ছোটবেলার হাজারো স্মৃতি—বইয়ের পাতায়, গল্পে, গ্রামে কাক-শালিকের দস্যিপনায়।

এই ছবিটা তুলেছি ঠিক তখন, যখন শালিকটা আমাদের উঠোনে নেমে এসে কিছু খোঁজার চেষ্টা করছিল। এত কাছ থেকে ওকে দেখা, আর তার চোখের সরলতা দেখতে পাওয়া—এ যেন শহরের কোলাহলে একটু নিঃশ্বাস নেওয়ার মতো শান্তি।

পাখিরা আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। ওদের ডানায় ভর করেই তো আমরা প্রকৃতির মুক্ত সৌন্দর্য খুঁজে পাই। এই শালিকটার ছবি তুলে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও ভাগ করে নিই।

প্রকৃতিকে ভালোবাসুন, পাখিদের উড়তে দিন, আর একটু সময় নিয়ে চারপাশের এই ছোট্ট সৌন্দর্যগুলোকে অনুভব করুন।

#নিসর্গের_ডাক

image