🌸 ভালোবাসার কবিতা 🌸
তোমার চোখে ভোরের আলো,
তোমার হাসি নদীর ঢেউ,
তুমি কাছে থাকলে মনে হয়—
জীবনটা বড়ই সুন্দর, নেহাতই ন্যাও।
তোমার নামে বাতাস বয়,
তোমার ছোঁয়ায় গান হয়ে যায়,
তুমি না থাকলে হৃদয় আমার
খালি খালি রণক্ষেত্র হয়ে যায়।
ভালোবাসা তোমার হাতে ধরা,
স্বপ্ন আমার তোমায় ঘিরে ঘুরে,
তুমি আছো বলেই পৃথিবীটা—
রঙে ভরে ওঠে, নীলের সুরে।
#
כמו
תגובה
לַחֲלוֹק