15 u ·Prevedi

আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।কবিতার বই সব খুলেছি মাতাল হাওয়ায় মন ভিজেছে।জানালার পাশে চাপা মাধুরি বাগান বিলাসী মন খুলেছে।তুমি বশে আছ একা একা।দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বারিয়ে বিরহ ছুতে চায় মনের দুয়ার দু চোখ নিরবাক আসো না ছুটে। তুমি এলে রং্ধনু রঙ ডেলে দেয় তুমি এলে মেঘেরা ব্রিস্টি ছডায়