11 i ·Oversætte

সত্যিকার বন্ধু

তাহসিন পরীক্ষায় ফেল করায় সবাই তাকে নিয়ে মজা করত। একমাত্র মিথুন প্রতিদিন তার বাড়ি যেত, তাকে পড়াত, সাহস দিত।
তাহসিন একদিন বলল—
“তুমি এত কষ্ট করছ কেন? তুমি তো পাশ করেছ।”
মিথুন হেসে বলল—
“বন্ধুত্ব মানে শুধু সুখে থাকা নয়, কষ্টেও পাশে থাকা।”

এক বছর পর তাহসিন ভালো রেজাল্ট করল। দুজন মিলে কলেজে সবাইকে ট্রীট দিল।
তাহসিন বলল—
“আজকের সাফল্যের অর্ধেক আমার, অর্ধেক মিথুনের।”
সবাই হাততালি দিল। সত্যিকারের বন্ধুত্বের জয় হলো।