নতুন শুরু
নাদিয়া প্রতিবার ব্যবসায় ব্যর্থ হয়। লোকজন হাসাহাসি করত, বন্ধুরা দূরে সরে গিয়েছিল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলল,
“নাদিয়া, একবার না পারিলে দেখ শতবার।”
সে নতুন করে ব্যবসা শুরু করল। এবার প্রতিদিন শিখল নতুন কিছু—মার্কেটিং, গ্রাহক সেবা, সোশ্যাল মিডিয়া।
এক বছর পর তার দোকান খুব জনপ্রিয় হয়ে গেল।
যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন তার কাছ থেকে পরামর্শ চায়।
নাদিয়া তখন বলে,
“ব্যর্থতা হলো শেখার প্রথম ধাপ। যতক্ষণ না তুমি হাল ছাড়ছো, ততক্ষণ তুমি হেরে যাচ্ছ না।”
Suka
Komentar
Membagikan
Rumi Akter
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?