"আবু আমর সুফয়ান ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِى فِى الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ - وَفِى حَدِيثِ أَبِى أُسَامَةَ غَيْرَكَ - قَالَ « قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ »

আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! ইসলাম সম্পর্কে আমাকে এমন কোনো কথা বলে দিন, যে সম্পর্কে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করব না। তিনি বললেন, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর তুমি (এর ওপর) সুপ্রতিষ্ঠিত থাকো।

সহীহ মুসলিম, হাদীস ৩৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৬ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৫

পাদটীকা:

ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার অর্থ শরিয়তের যাবতীয় আদেশ ঠিক সেভাবে মানা, যেভাবে তা মানতে বলা হয়েছে। তাতে কোনোরকম কমবেশি না করা। কোনো একদিকে সরে না যাওয়া এবং কোনোরকম বাড়াবাড়ি ও শৈথিল্যের শিকার না হওয়া। সেই সঙ্গে যা কিছু নিষেধ করা হয়েছে তা থেকেও পরিপূর্ণরূপে বেঁচে থাকা।"

image