11 안에 ·번역하다

জীবনে ভালো কিছু করতে গেলে অনেক হোঁচট খেয়ে,আপনজনের ধোঁকা, অপমান সবকিছু সহ্য করে সামনে এগোতে হয়।জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র,,যা প্রতিদিন নতুন একটা করে চ্যালেঞ্জ নিয়ে আসে।জীবনটা অনেক কঠিন, লড়াই করে বেঁচে থাকতে হয়। হোঁচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়িয়ে আবার চলতে হয়।