আমি নিরুদ্দেশ হয়ে আপনাকে একটা আফসোস দিয়ে যাবো,আপনার বারবার মনে হবে,আমি ছিলাম, কোথাও না কোথাও তো অযত্নে ছিলাম এক কোণে। আমি মানুষটা হারিয়ে গেলে কান্না করার কেউ নেই, আমি মানুষটা মরার আগেই মরে গেছি। আমি বড় সস্তা মানুষ, হারিয়ে গেলে নিখোঁজ বিজ্ঞপ্তি হয়না আপনার শহরে।
JHuma771
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?