10 میں ·ترجمہ کریں۔

ধৈর্য ধরে কোনো কাজ করলে সেই কাজ সফলতা তো পায় সাথে মানুষের জীবন অনেক সুন্দর করে তোলে। ধৈর্য ধরার ব্যতিক্রম কিছু আছে বলে আমার মনে হয় না।তাই যে কোনো কাজে ধৈর্য ধরা উচিত।এবং সুন্দর একটা জীবন উপভোগ করা প্রয়োজন।সবাই ধৈর্য ধরে জীবনটা অনেক সুন্দর করে তৈরি করুন।